রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | কেমনভাবে কাটাবেন আগামী বছর? কী কী রয়েছে 'উইশ লিস্ট'-এ! কী জানালেন টলি-তারকারা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩১Snigdha Dey


আর একটা নতুন বছরের জন্য কী শপথ তোলা থাকল টলিপাড়ার? তারকাদের নিউ ইয়ার রেজোলিউশনের
হদিশ দিলেন পরমা দাশগুপ্ত

বছর আসে, বছর যায়। নতুন ক্যালেন্ডারের দিনগুলোর জন্য নতুন ভাবনা তৈরি হয় বর্ষশেষে। এরপর সেই ভাবনাগুলোকে সত্যি করতে শপথ নেওয়ার পালা। ওই যাকে বলে, নিউ ইয়ার রেজোলিউশনস। বচ্ছরকার দিনে এ তো চেনা গল্প! তা হলে এ বছর কার কী রেজোলিউশন টলিউডে? কে করবেন নতুন কী কাজ? কার হবে ইচ্ছেপূরণ? কে আবার রেজোলিউশনে বিশ্বাসই নন? জেনে নেওয়া যাক টলিপাড়ার বাসিন্দাদের কাছ থেকেই।

স্নেহাশিস চক্রবর্তী, পরিচালক

আমি বিশ্বাস করি, কাজই মানুষের একমাত্র পরিচিতি, আর কিছু নয়। তাই বহু বছর ধরে ৩১ ডিসেম্বর, বলা ভাল প্রত্যেকটা দিনই আমার একমাত্র রেজোলিউশন থাকে, সেটা হল কাজ। আমি পাগলের মতো কাজ করি, কাজ করতে ভালবাসি, সে দিনে ১৮-২০ ঘণ্টা হোক। এ বছরও চাইব যেন আরও বেশি করে কাজ করতে পারি। ভাল ভাল কাজ উপহার দিতে পারি। এবং অবশ্যই পরিবার অর্থাৎ আমার মা, স্ত্রী, সন্তানকে নিয়ে আনন্দে কাটাতে চাই। সঙ্গে যেন বাকিরাও নিজের কাজটা ভালভাবে করে যেতে পারে। এ বছর আর কয়েক মাসের মধ্যেই হিন্দি টেলিভিশনের জন্য একটা বড়সড় গানের কাজ আসছে। তাতে আমার ছেলেকেও দলে টেনেছি। গানের দিকটাও এখন ভাল করে গুছিয়ে নিতে চাইছি। তাতে আমার স্ত্রী, আমার ছেলে- আমরা তিন জন মিলেই এখন একটা টিম। 

অদিতি রায়, পরিচালক

গত বছরটায় অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি। যার কিছুটা ভাল, মন্দটাই বেশি। ব্যক্তিগতভাবে চাইব যেন আরও নতুন এবং ভাল ভাল কাজ করতে পারি। যেহেতু আমি সিরিজ বা টেলিভিশনে পরিচালনার কাজ করি, তাই ভাল করে তা করতে পারলে ইন্ডাস্ট্রিতে নতুন কাজের সংখ্যা বাড়বে বা পুরনো কাজ আরও বেশি দিন চলবে। আর আমরা দল বেঁধে সেটা করতে পারব। রোজগারের সুযোগ তৈরি হবে। আর চাইব, সবাই যেন সুস্থ থাকেন, ভাল থাকেন, রোজগার যার যেমনই হোক। 

রোহন ভট্টাচার্য, অভিনেতা

আলাদা করে আমি রেজোলিউশনে বিশ্বাসী নই। তাই সেটা নেইও। তবে আমি নিজেকে আরও ভাল করে গড়ে তোলায় বিশ্বাসী। সারা বছরই চেষ্টা করি, প্রত্যেকটা দিনে যেন আগের দিনের থেকে আরেকটু ভাল হয়ে উঠতে পারি। সেটা শরীর, মন, চেতনা, আধ্যাত্মিকতা— সব দিক থেকেই। এ বছরও সেই চেষ্টাটাই থাকবে। পাশাপাশি, আমি পথের কুকুর-বিড়ালদের রেসকিউ করার কাজ করি। এ বছর সে কাজটাও আরও ভাল করে করতে চাই। 

দেবচন্দ্রিমা সিংহরায়, অভিনেত্রী

প্রত্যেক বছর ভাবি, নতুন করে ওয়ার্কআউট শুরু করব। কিন্তু শেষমেশ গত পাঁচ বছর ধরে যেটা করে আসছি, সেটাই হয়! নতুন বছরে তাই আসলে কোনও রেজোলিউশন নেওয়া হয় না। মানে নতুন বছর থেকে শুরু করব, এ রকম সত্যি সত্যি হয় নাকি! যদি মনে করি নিজেকে আপগ্রেড করতে হবে, ধরা যাক একটা নতুন ডায়েট করতে হবে, তা হলে সেটা কাল কেন, আজই তো করা ভাল! তবে কাজের ক্ষেত্রে আপাতত মুম্বইতেই আরও একটা নতুন কাজ আসছে, সেদিকেই তাকিয়ে আছি।

সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্যকার

ছোটবেলা থেকে প্রতি বছর রেজোলিউশন নিয়েছি আর তার পর কোনওটাই আর পালন করা হয়নি! বড় হতে হতে বুঝেছি আসলে কঠিন অ্যাম্বিশন থাকত বলেই সেগুলো পূরণ হত না। এখন তাই খুব সাদামাটা রেজোলিউশন নিই। যেমন ব্যক্তিজীবনে মা, বাবা, বর-সহ গোটা পরিবারকে আরও সময় দিতে চাই, আরও বেড়াতে যেতে চাই, নিজের মতো সময় কাটাতে চাই। পিএইচডি-টা পরের বছর শেষ করতে না পারলেও তাতে আরেকটু মন দিতে চাই। কাজের দিক থেকে কয়েকটি ছবি আর সিরিজ আসছে এবছর। আপাতত যা কাজ করেছি, তাতে আমার একটা ঘরানা তৈরি হয়েছে না চাইতেই। এবছর তাই খুবই ইচ্ছে আছে ওই ঘরানাটা থেকে বেরিয়ে এসে নতুন ধরনের কাজ করার। সেটা থ্রিলার হতে পারে বা অন্য কিছু। প্রযোজকদের ইতিমধ্যে বলছিও সেটা। আপাতত নতুন বছরে তার দিকেই তাকিয়ে আছি। 

অভিষেক রায়, ডিজাইনার

রেজোলিউশনে যে আমি খুব একটা বিশ্বাস করি, তা নয়। কারণ প্রতিবার যা ভাবি, বছর শেষে গিয়ে দেখি সেটা অপূর্ণই থেকে যায়। তবে এই বছরটা স্পেশাল। এই ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ারের দশ বছর পূর্ণ হয়েছে। তাই অনেক রকমভাবে রেজোলিউশন নেওয়ার চেষ্টা করছি। নতুন উদ্যমে নতুন বছরটা শুরু করতে চাইছি। বিশেষত জেন জি প্রজন্মের মতো করে ভাবা শুরু করতে চাই। ওরা যেহেতু আমাদের ভবিষ্যৎ, তাই ওদের চিন্তাভাবনা নিয়ে আমাদেরও ভাবা উচিত। তাছাড়া, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের নতুন ভাবনা থাকা জরুরি। তাই এটাই আমার এবারের রেজোলিউশন।

বছর শুরুর আগে রেজোলিউশন নিয়ে তৈরি টলিপাড়া! আগামী বছরটার শেষে বরং আবার খুলে বসা যাবে হিসাবের খাতা!


#rohaanbhattacharya#debchandrimachingharoy#aditiroy#tollywood#newyearresolution#entertainment#celebrity



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

নায়কের জুতো চাটতে বলা হলেও ‘অ্যানিম্যাল’ নারীবিদ্বেষী ছবি নয়, দাবি তৃপ্তির! কী যুক্তি অভিনেত্রীর? ...

এক পলকে ১০০ পর্ব পার 'আনন্দী'র, তবুও শুটিং ফ্লোরে মন খারাপ হয় অন্বেষার! কী জানালেন অভিনেত্রী? ...

মা করিনার জুতো হাতে পার্টিতে তৈমুর! মাত্র ৮ বছর বয়সে সইফ-পুত্রের মাতৃসেবা দেখে অবাক নেটপাড়া...

দেবের হাত ধরে প্রকাশ্যে ‘গিরিশ ঘোষ’ ও ‘রাঙাবাবু’, সঙ্গ দিলেন রুক্মিণী! দেখেছেন ‘বিনোদিনী’র মোশন পোস্টার?...

শুধু অনস্ক্রিন নয়, পর্দার এপারেও মার খান 'স্বার্থক'! গোপন তথ্য ফাঁস 'তেজ'-এর, কী চলছে 'শুভ বিব...

স্বার্থকের মুখোশ খুলবে সুধা! কলেজ ফেস্টে জোর টক্কর পারুল-রায়ানের; সপ্তাহ জুড়ে কী হতে চলেছে ছোটপর্দায়?...

Breaking: বছরের শুরুতেই খেলা ঘুরিয়ে দিল 'রোদ্দুর-ময়না'! দর্শকের ইচ্ছেতেই শেষ থেকে শুরু হল ধারাবাহিক ...

ভাঙ্গনের আঁচ বলিপাড়ায়! স্ত্রী'র সঙ্গে এক ছাদের তলায় থাকেন না গোবিন্দা? দাম্পত্যের গোপন কথা ফাঁস সুনীতার ...

শাহরুখ, সলমনের পর এবার রণবীরকে নিয়ে বিস্ফোরক অভিজিৎ! গায়কের মন্তব্যে উত্তাল নেটপাড়া...

আচমকা অসুস্থ কিয়ারা! কী এমন হল অভিনেত্রীর? সিদ্ধার্থ পত্নী হাসপাতালে ভর্তি? সামনে এল আসল সত্যি...

এবার 'পুরো পুরী'-তেই একেনবাবু! ক্ষুরধার বুদ্ধি, ভাঙা ওড়িয়া সম্বল করে সামলাতে পারবেন বিভ্রাট? ...

Breaking: ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় অভিষেক অনুমিতার! প্রথম ছবিতে কোন টলি নায়কের সঙ্গে জুটি বাঁধছেন?...

‘ও আমার পুত্রবধূ নয়, আমার মেয়ে…’, ঐশ্বর্যর হয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোন বিষয়ে গর্জে উঠেছিলেন অমিতাভ? ...

'একদম মেনে নিতে পারছি না'-বছরের শুরুতেই প্রিয়জনকে হারালেন রণিতা! শোকে কাতর হয়ে আর কী জানালেন অভিনেত্রী?...

নিরামিষাশী শাহিদকে মাদকাসক্ত ব্যক্তিতে ‘পরিণত’ করেছিলেন, কবুল ‘উড়তা পাঞ্জাব’-এর পরিচালকের! ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24